৭২৭ অভিবাসীকে বাংলাদেশের জলসীমায় পাঠাচ্ছে মিয়ানমার

myanmar৭২৭ জন পরিত্যাক্ত আশ্রয়প্রার্থী অভিবাসী বহনকারী একটি নৌকাকে বাংলাদেশের জলসীমায় নিয়ে আসছে মিয়ানমারের নৌবাহিনী।

আলজাজিরা ও রয়টার্স জানিয়েছে, আন্দামান সাগরে চারদিন আগে নৌকাটির সন্ধান পাওয়া যায় বলে আজ (মঙ্গলবার) জানিয়েছেন মিয়ানমারের তথ্যমন্ত্রী ইয়ে হুতুত।

গত শুক্রবার একটি মাছ ধরার নৌকায় পরিত্যাক্ত অবস্থায় ভাসছিল এই বিপুলসংখ্যক অভিবাসী। ইয়ে হুতুতের দাবি, অভিবাসীরা বাংলাদেশে যেতে চাইছিল। তাই একাজে তাদের সহায়তা করছে মিয়ানমারের নৌবাহিনী।

রয়টার্সকে ফোনে তিনি বলেন, ‘অভিবাসীদেরর ইচ্ছের ভিত্তিতেই তাদের বাংলাদেশের জলসীমায় পৌঁছে দেয়া হচ্ছে। মিয়ানমারের নৌবাহিনী অভিবাসীদের খাবার পানীয়, খাদ্য ও অন্যান্য সহায়তা দিচ্ছে।’

তবে অভিবাসীরা কোথাকার অধিবাসী, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.