নভোএয়ারের পেমেন্ট এখন বিকাশে

নভোএয়ারের পেমেন্ট এখন বিকাশে।

এখন থেকে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ারের সারাদেশের সবগুলো আউটলেটে প্লেনের টিকিটের ভাড়া পরিশোধ করা যাবে বিকাশে।

এ লক্ষ্যে সম্প্রতি দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশে’র সঙ্গে চুক্তি সই করেছে নভোএয়ার।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাশের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকাশ কার্যালয়ের ওই অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন নভোএয়ার-এর ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ।

এ সময় নভোএয়ার-এর হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেসবাহুল ইসলাম এবং বিকাশের হেড অব এম-কর্মাস ইরফানুল হকসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা বলছেন, চুক্তির ফলে গ্রাহকেরা বিকাশ অ্যাপে কিউআর কোড স্ক্যান করে খুব সহজেই সারাদেশে নভোএয়ারের সবগুলো আউটলেট থেকে সহজেই টিকিট কাটতে পারবেন। নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর, বরিশাল, রাজশাহী এবং কলকাতায় প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.