মালয়েশিয়ায় শ্রমিকদের বৈধ হওয়ার শেষ সীমা ১৫ মে

15 pic_119914মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী শ্রমিকদের নিবন্ধনের মাধ্যমে বৈধ করা হবে আগামী ১৫ মে পর্যন্ত । দেশটির সরকারের এই পুনর্নিয়োগ প্রকল্প শুরু হয় গত ১৫ ফেব্রুয়ারি।

মালয়েশিয়ায় বর্তমানে ২০ লাখের বেশি অবৈধ শ্রমিক রয়েছেন। এর মধ্যে প্রায় তিন লাখ বাংলাদেশি অবৈধভাবে কাজ করছেন। দেশটির অভিবাসন আইন অনুযায়ী, তাঁদের কাজ করার আইনগত অধিকার নেই।

খোঁজ নিয়ে জানা যায়, মালয়েশিয়া সরকার চলতি বছর অবৈধ শ্রমিকদের বৈধকরণের উদ্যোগ নেয়। বাংলাদেশসহ ১৫টি সোর্স কান্ট্রিকে একটি গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর ইন্দোনেশিয়া ও মিয়ানমারকে আলাদা করা হয়েছে।

মোট পাঁচটি ব্যক্তিমালিকানাধীন কোম্পানিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ইন্দোনেশীয়দের নিবন্ধন করার জন্য ইমান নামে একটি কোম্পানি কাজ করছে। মিয়ানমারের নাগরিকদের জন্য বুকিত ইন্দাহ নামে একটি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশসহ বাকি দেশগুলোর শ্রমিকদের নিবন্ধন করার জন্য বেসরকারি প্রতিষ্ঠান মাই ইজির নেতৃত্বে পিএমএফ কনসোর্টিয়াম করা হয়েছে তিনটি কোম্পানি মিলে।

অবৈধ শ্রমিকদের বৈধকরণে মাই ইজি মনোনীত কোম্পানি মিজান গ্র্যান্ড ইন্টারট্রেডার্স নিবন্ধন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। তিন মাস ধরে এ কাজ চলবে। অবৈধদের বৈধকরণ প্রকল্পের বিস্তারিত তথ্য দেশটির সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।

মিজান গ্র্যান্ডের পরিচালক মোহাম্মদ মিজান বলেন, ‘এখন আর প্রতারিত হওয়ার সুযোগ নেই। কারণ, সরকারের মনোনীত মাই ইজি সরাসরি তদারকি করছে। অনলাইনে নিবন্ধন হচ্ছে। আমরা চেষ্টা করছি, যাতে অবৈধ শ্রমিকরা সুষ্ঠুভাবে বৈধ হতে পারে।’

মাই ইজির আরেক কর্মকর্তা বলেন, ‘সেলকম কোম্পানির সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। মাই ইজির মাধ্যমে যারা নিবন্ধন করছে, কোম্পানির পক্ষ থেকে একটা সিমকার্ড দেওয়া হচ্ছে। এই সিমকার্ডে নিবন্ধিত ব্যক্তির ব্যক্তিগত তথ্য থাকে। নিবন্ধিত হতে ON MYEG লিখে ২৭৫৫৫ এই নম্বরে খুদেবার্তা (এসএমএস) দিতে হবে। এসএমএস দেওয়ার সঙ্গে সঙ্গে ফিরতি এসএমএস আসবে। এর পর HELP লিখে একই নম্বরে পাঠাতে হবে। আরেকটি এসএমএস আসবে। অতঃপর গণ INFO লিখে ২৭৫৫ নম্বরে পাঠালে নিবন্ধিত ব্যক্তির তথ্য আসবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.