খুলে গেল প্লেনের চাকা

খুলে গেল প্লেনের চাকা।

উড্ডয়নের সময় একটি চাকা খুলে যাওয়ায় কেনিয়ার এলদোরেট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়েছে একটি যাত্রীবাহী বিমান। গত সোমবার সকালে ওই ঘটনার পর কেনিয়ার অভ্যন্তরীণ বিমান সংস্থা সিলভারস্টোন এয়ারের একটি বিমানে এই ঘটনা সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে সিলভারস্টোন এয়ারের বিমানটি কেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের লোদওয়ার থেকে রাজধানী নাইরোবির উদ্দেশে রওনা দেওয়ার পর জরুরি অবতরণে বাধ্য হয়।

পরে বিমানটির যাত্রীদের অন্য একটি বিমানে করে নাইরোবি পৌঁছে দেওয়া হয়। তবে বিমানটিতে কতজন যাত্রী ছিলেন তা জানাতে অস্বীকৃতি জানান সিলভারস্টোন এয়ারের এক মুখপাত্র। তিনি জানান, এই ঘটনায় তদন্ত চালাচ্ছে তাদের বিমানসংস্থা।

জরুরি অবতরণের পর সিলভারস্টোন এয়ারের বিমানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কেনিয়ার বহু নাগরিক। তাদের অভিযোগ, নিয়ন্ত্রক কর্তৃপক্ষ দায়িত্বে অবহেলা করছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.