মালয়েশিয়ায় বাংলাদেশিসহ দুই শতাধিক অবৈধ শ্রমিক গ্রেফতার

malaysia_atok20160317100511মালয়েশিয়া পুচংয়ের আইওআই মল থেকে বাংলাদেশিসহ প্রায় দুই শতাধিক অবৈধ শ্রমিক গ্রেফতারের করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে তিন ঘণ্টার ওই অভিযানে প্রায় ১৫০টি রেস্টুরেন্টে ৫০০ শ্রমিকের কাগজপত্র পরীক্ষা করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে বাংলাদেশি, মিয়ানমার এবং ইন্দোনেশিয়ার নাগরিকের সংখ্যা বেশি।

দেশটির ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী মাসির কুজাত জানান, বিভিন্ন তথ্যসূত্রের ভিত্তিকে এই মলে নিয়োগকর্তারা প্রচুর অবৈধ কর্মচারীদের কাজে নিয়োগ দিয়েছেন। সেই তথ্যের ভিত্তিতেই এই অতর্কিত অভিযান”। প্রায় ১২০ জন ইমিগ্রেশন অফিসার এই অভিযানে পরিচালনা করেন।

গ্রেফতারকৃতদের প্রথমে বুকিত জলিল ডিটেনশন সেন্টার এ নেওয়া হয়। ধারাবাহিকভাবে মালয়েশিয়ার বিভিন্ন স্থানে অবৈধ প্রবাসীদের গ্রেফতার অভিযান চালানো হবে বলে জানিয়েছে দেশটির পুলিশ প্রশাসন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.