আনন্দ-উদ্দীপনায় উৎসবমুখর পরিবেশে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও উত্তর আমিরাত প্রবাসী বৃহত্তর চট্টগ্রাম সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ‘আঁরা চাঁটগাঁইয়া, চাঁটগাঁ আঁরার’ ছিলো এবারের স্লোগান।
প্রায় দেড় হাজার প্রবাসীর অংশগ্রহণে শুক্রবার (১৮ মার্চ) দুবাই মাশরিফ পার্কে এ বনভোজনের আয়োজন করা হয়।
দূর প্রবাসে কর্মব্যস্ত জীবনে একটু ভিন্ন স্বাদ নিতে এ বনভোজনে চট্টগ্রাম প্রবাসী ছাড়াও আমিরাতের বিভিন্ন অঞ্চল থেকে নানা পেশার প্রবাসী, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বনভোজনে সঙ্গীতানুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, বালিশ খেলা, হাড়ি ভাঙা, কমলার কোয়া গণনা, যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক প্রকৌশলী মুহাম্মদ আবু জাফর চৌধুরী বিজয়ীর হাতে প্রথম পুরস্কার ৩২ ইঞ্চি এলইডি টিভি তুলে দেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এরশাদ আলী হিরো, জাহাঙ্গীর আলম, তাহের ভুইয়া, বাবু শৈবাল বড়ুয়া ও মুহাম্মদ ওসমান।