হজের প্রাক নিবন্ধন শুরু কাল

downloadধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, আগামীকাল ২৩ মার্চ থেকে চলতি বছরে হজে গমনেচ্ছু যাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হবে এবং প্যাকেজের অবশিষ্ট টাকা ৩০ মে’র মধ্যে জমা দিতে হজের নিবন্ধন কাজ সম্পন্ন করতে হবে। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীগণ ৩০ হাজার টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩০ হাজার ৭৫২ টাকা দিয়ে প্রাক-নিবন্ধন করতে পারবেন। মন্ত্রী গত রবিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে চলতি বছরে হজ গমনেচ্ছু হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশের হজ ব্যবস্থাপনাকেও ডিজিটাল হজ ব্যবস্থাপনায় রূপান্তরিত করা হয়েছে। এছাড়া হজ ব্যবস্থাপনাকে আরও সুন্দর, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ বছর প্রাক-নিবন্ধন পদ্ধতি চালু করতে যাচ্ছে।
মন্ত্রী জানান, ২০১৬ সালের হজচুক্তি অনুসারে এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজযাত্রী হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং অবশিষ্ট ৯১ হাজার ৭৫৮ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। এ বছরের হজচুক্তি অনুসারে অনুমোদিত প্রত্যেক হজ এজেন্সিকে সর্বনিম্ন ১৫০ জন হজযাত্রী প্রেরণ করতে হবে। এছাড়া, পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের হজযাত্রীদেরকে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা আইডিবির মাধ্যমে টাকা জমা দিয়ে কোরবানি দেয়ার জন্য সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.