চীন ‘ইচ্ছাকৃতভাবে’ ভারতীয় উড়োজাহাজকে ঢুকতে দিচ্ছে না!

করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়া চীনের উহানে আটকে আছেন অনেক ভারতীয়। তাদের দেশে ফেরত আনতে চায় ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ উড়োজাহাজ। সেই উড়োজাহাজটিকে চীনে যাওয়ার অনুমতি দেয়নি দেশটির কর্তৃপক্ষ।

চীন ‘ইচ্ছাকৃতভাবেই ছাড়পত্র দিতে দেরি’ করছে বলে দাবি করেছে ভারত। বেইজিং এই অভিযোগকে অস্বীকার করেছে।

শনিবার সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, কিছুদিন ধরেই অভিযোগ ছিল ভারতীয় বিমান বাহিনীর ‘সি-১৭ গ্লোবমাস্টার’ বিশেষ উড়োজাহাজটি উহানে ঢুকতে পারছে না। কারণ, উড়োজাহাজটি চীনের আকাশসীমায় ঢোকার ছাড়পত্র পায়নি।

গত ১৭ ফেব্রুয়ারি ভারতীয় কর্তৃপক্ষ ঘোষণা করে, ‘সি-১৭ গ্লোবমাস্টার’ উহান থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনবে। এছাড়াও, করোনভাইরাসের চিকিৎসা সরঞ্জাম দিয়ে উহান প্রশাসনকে সহযোগিতার আগ্রহও প্রকাশ করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

চলতি মাসের শুরুর দিকে উহানে থেকে এয়ার ইন্ডিয়ার দুটি বিশেষ উড়োজাহাজে ৬৪৭ জন ভারতীয়কে ফেরত আনা হয়। উহানে আটকে থাকা অন্যদের ফেরত আনতে চায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.