আমিরাতে ইসলামিয়া স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন

UAE_NEWS_BG_306969482আবুধাবীতে অবস্থিত শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসান।

অধ্যাপক এস এম আবু তাহেরের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন- আবুধাবীস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব ড. মাকসুদুল হক।

সভায় বক্তব্য রাখেন- আবুধাবী কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল, স্কুল শিক্ষার্থী উম্মে হাফসা, আসমা আমরিন প্রমুখ।

এরপর স্কুল শিক্ষার্থী তাসনীন ইশরা ও মোহাম্মদ আবরারের যৌথ পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এতে কবিতা, সংগীত, নৃত্যসহ নানা পরিবেশনায় অংশ নেয় স্কুল ছাত্রছাত্রীরা। শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.