বাংলাদেশ-ভারতের মধ্যে ভিসা ব্যবস্থা বাতিলের দাবি জানিয়েছেন ত্রিপুরা রাজ্যের গভর্নর তথাগত রায়। দুই দেশের মানুষের সীমান্ত পারাপারের ক্ষেত্রে সুবিধার কথা বিবেচনা করে এটি বাতিল করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ত্রিপুরায় আযোজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় দুই দেশের ভিসা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন তথাগত রায়। তিনি বলেন, ‘বাংলাদেশ এবং ভারতের মধ্যে কেন এই ভিসা ব্যবস্থা? এটি অবশ্যই বাতিল করতে হবে। আমি এই ভিসা ব্যবস্থা বাতিলের জন্য শিগগিরই পররাষ্ট্রমন্ত্রণালয়ে প্রস্তাব করবো।’
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক নির্বাহী কমিটির এই সদস্য আরো বলেন, ‘ভিসা বাতিলের জন্য দুই দেশের নেতারা একত্রে বসে সিদ্ধান্ত নিতে পারেন।’ তিনি বলেন, বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক জোরদার হয়েছে, ফলে ভিসা অপ্রয়োজনীয়।
ত্রিপুরার গভর্নর হওয়ার আগে তথাগত রায় পশ্চিমবঙ্গের বিজেপির প্রেসিডেন্ট ছিলেন। তিস্তা চুক্তি না হওয়া নিয়ে ত্রিপুরার এই গভর্নর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ না করে তার সমালোচনা করেছেন। তথাগত রায় বলেন, বিবাদমান তিস্তা চুক্তি সমাধান করতে ভারতের প্রধানমন্ত্রীর আগ্রহ রয়েছে, তবে এখানে তৃতীয় একটি পক্ষ এটি সক্রিয় রাখতে চায়। এটি অত্যন্ত পরিতাপের বিষয়।