যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী আলোচিত ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প ফের নানা হয়েছেন। রোববার ট্রাম্পের কন্যা ইভাঙ্কা এক টুইটার বার্তায় তৃতীয় সন্তান প্রসবের খবর জানিয়েছেন।
ইভাঙ্কা জানিয়েছেন, তার এই তৃতীয় সন্তানটি পুত্র। তার নাম রাখা হয়েছে থিওডর জেমস।
ডোনাল্ড ট্রাম্প তার প্রতিটি নির্বাচনী প্রচারণায় ইভাঙ্কার সন্তানসম্ভবার বিষয়টি উল্লেখ করে থাকেন।
প্রসঙ্গত, হোয়াইট হাউজের বাসিন্দা হতে প্রত্যাশীদের মধ্যে কেবল ট্রাম্পের কন্যাই নয়, ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটনের মেয়ে চেলসিয়া গত ডিসেম্বরে সন্তানসম্ভবা বলে জানিয়েছিলেন। আশা করা হচ্ছে চলতি গ্রীষ্মেই তিনি তার দ্বিতীয় সন্তান প্রসব করবেন।