ওয়াশিংটনে সশস্ত্র ব্যক্তিকে পুলিশের গুলি, আতংক

2016-03-29_3_19946যুক্তরাষ্ট্রের রাজধানীর ক্যাপিটল ভিজিটর সেন্টারের প্রবেশদ্বারে এক সশস্ত্র ব্যক্তিকে গুলি করেছে পুলিশ। এতে চারদিকে আতংক ছড়িয়ে পড়ে। ব্রাসেলসে সন্ত্রাসী হামলার পর নগরীতে ব্যাপক সতর্কতার মধ্যে সোমবার এ ঘটনা ঘটেছে। দেশটিতে এখন পর্যটনের মৌসুম চলছে।
সন্দেহভাজন ওই ব্যক্তিকে প্রথমে কারাগারে নেয়া হয়। এরপর তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অস্ত্রোপচার হয়। পুলিশ জানায়, ওই ব্যক্তিকে কর্তৃপক্ষ চেনে। এটি সন্ত্রাস সংশ্লিষ্ট কোন ঘটনা নয় বলে ধারণা করা হচ্ছে।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়, পুলিশ বলেছে, এক নারী পথচারী সামান্য আহত হয়েছেন এবং তিনিও হাসপাতালে রয়েছেন।
এ ঘটনায় ওয়াশিংটনের কেন্দ্রস্থলে ক্যাপিটল হিল এক ঘন্টা অচল হয়ে পড়ে। এ সময় এখানকার স্টাফ ও আতংকিত পরিদর্শকদের নিরাপদ আশ্রয় নেয়ার নির্দেশ দেয়া হয়।
রাজধানীর পুলিশ প্রধান ম্যাথিউ ভারডেরোসা সাংবাদিকদের বলেন, ওই ব্যক্তির কর্মকান্ডকে অপরাধমূলক ভাবার কোন কারণ নেই।
তিনি বলেন, ওই ব্যক্তি একটি নিরাপত্তা চেকপয়েন্ট দিয়ে ভিজিটর সেন্টারে ঢুকেছিল। তবে পুলিশ প্রধান তার পরিচয় জানাননি।
ভারডেরোসা বলেন, রুটিন স্ক্রিনিংয়ের সময় তিনি অস্ত্রের মত কিছু একটা দেখতে পান এবং এটা কর্মকর্তাদের দিকে তাক করা ছিল। এ সময় এক পুলিশ কর্মকর্তা গুলি চালান এবং তাকে ধরে ফেলেন। ঘটনাস্থল থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি বলেন, সন্দেহভাজন ওই ব্যক্তির দেহে অস্ত্রোপচার চলছে। এই মুহূর্তে তার অবস্থা জানা যায়নি।
এ ঘটনায় কোন পুলিশ কর্মকর্তা আহত হননি এবং কতজন পুলিশ কর্মকর্তা সন্দেহভাজন ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালান তা স্পষ্ট নয়।
স্থানীয় গণমাধ্যমে সন্দেহভাজন ওই ব্যক্তির নাম ল্যারি ডসন বলে উল্লেখ করা হয়েছে। তিনি দক্ষিণাঞ্চলের টেনেসি অঙ্গরাজ্যের বাসিন্দা।
নর্থ ক্যরোলাইনার সিনেটর রিচার্ড বার সিএনএন’কে বলেন, সন্দেহভাজন ব্যক্তি ‘মানসিকভাবে বিপর্যস্ত’।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.