মত প্রকাশের স্বাধীনতা না থাকলে চরমপন্থা বাড়ে: মার্কিন আন্ডার সেক্রেটারি

pic m_121983মার্কিন আন্ডার সেক্রেটারি সারাহ সুয়ল বলেছেন, মত প্রকাশের স্বাধীনতা না থাকলে উগ্রবাদ বা চরমপন্থা মাথাচাড়া দেয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে এই উগ্রবাদ দমন করার চেয়ে সামাজিক আন্দোলনের মাধ্যমে তা দমন করা সহজ। এক্ষেত্রে সবার অংশগ্রহণ প্রয়োজন।

তিন দিনের সফরে ঢাকায় আসা সারাহ আজ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন।

পরে ঢাকেশ্বরী মন্দিরে সংখ্যালগু ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

ওই বৈঠকের পরে তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশে সব ধর্মের লোকজনের প্রতি আইনের সমান প্রয়োগ নিশ্চিত হওয়া দরকার।

বৈঠকে ধর্মীয় নেতারা জানিয়েছেন, দেশে আইন আছে তবে এই আইন সবার প্রতি সমানভাবে প্রয়োগ হয় না। যেটি খুবই জরুরি। তিনি বলেন, যারা ধর্মীয় সংখ্যালগুদের উপরে আক্রমণ করে তাদের ব্যাপারে কোন দায়মুক্তি নেই। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.