মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নের দৌড়ে থাকা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাকিস্তান যুক্তরাষ্ট্রের জন্য একটি সমস্যা। কারণ পাকিস্তানের পরমাণু অস্ত্র আছে।
গত মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন।
পরে তিনি এক টুইটার বার্তায় বলেন, পাকিস্তানের এই সমস্যা আমি সমাধান করতে পারি। তিনি লেখেন, লাহোরে খ্রিস্টানদের অনুষ্ঠানে আত্মঘাতী হামলা চালালেও অন্যান্য ধর্মের মানুষও মারা গেছে।
তিনি ইসলামি সন্ত্রাসবাদ সম্পর্কে বলেন, অন্যদের চেয়ে আমিই এই সমস্যা ভাল সমাধান করতে পারি।