মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম (প্রসাফ)। রিয়াদে বাথাস্থ আল মারজান হলরুমে সম্প্রতি অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবুল বশির।
সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল-আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী সাহাবুদ্দিন ফরাজী, নুরুল আলম, শাহজাহান সাজু, এনামুল হক, প্রসাফ`র সহ সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন মনির, অর্থ সম্পাদক নুরুল আনোয়ার, দফতর সম্পাদক আব্দুল হালিম নিহন, সমাজকল্যাণ সম্পাদক আরিফুর রহমান, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক শাহজালাল ভুট্টু, মাসুদ পারভেজ খান, আরিফ মৃধা, শাহাদাত নিরব প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মার্চ স্বাধীনতার মাস। এ মাসেই শুরু হয়েছিলো আমাদের মুক্তিযুদ্ধ। জাতির শ্রেষ্ঠ সন্তানেরা দীর্ঘ নয় মাস যুদ্ধ করে আমাদের এনে দিয়েছেন লাল সবুজের একটি পতাকা, দিয়েছেন একটি স্বাধীন মানচিত্র।
অনুষ্ঠানে বর্তমান সময়ের আলোচিত সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যাসহ সকল হত্যা ও ধর্ষণের বিচার দাবি করেন প্রবাসী সাংবাদিকরা।