৩০০ যাত্রী নিয়ে আজ লন্ডন থেকে ফিরছে বিমানের শেষ ফ্লাইট
কাল থেকে ৭ দিনের জন্য লন্ডন ম্যানচেস্টার রুট বন্ধ
কাল থেকে ৭ দিনের জন্যে বন্ধ হচ্ছে ঢাকা-লন্ডন-ঢাকা ও ঢাকা ম্যানচেস্টার-ঢাকা ফ্লাইট। এই অবস্থায় আজ লন্ডন থেকে দেশে ফিরছে বিমানের শেষ ফ্লাইট। জানাগেছে ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকা ফিরবে। এই ফ্লাইটে একটি আসনও খালি নেই বলে বিমান সুত্রে জানাগেছে।
এর আগে গতকাল ২৯৮ যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের লন্ডনগামী শেষ ফ্লাইট ঢাকা ছাড়ে। করোনা ভাইরাস কোভিড-১৯ এর ঝুঁকি বিবেচনায় ৩০শে মার্চের পর আগামী এক সপ্তাহ ওই রুটে বিমান চলাচল বন্ধ থাকবে। পরিস্থিতি মূল্যায়নে পরবর্তী সিদ্ধান্ত আসবে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল প্রতিনিধিরা জানিয়েছেন।
বিমানের হজরত শাহ জালাল আন্তর্জাতিক এর ম্যানেজার জানিয়েছেন- সম্ভাব্য সর্বশেষ লন্ডন ফ্লাইটে একটা সিটও খালি ছিল না। বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ নাগরিকরা ছাড়াও ওই ফ্লাইটে বাংলাদেশে কর্মরত বৃটিশরা ফিরছেন বলে জানান তিনি।
উল্লেখ্য, বৃটিশ নাগরিকদের বাংলাদেশ ছাড়তে বলেছে দেশটির ঢাকাস্থ হাই কমিশন।হাই কমিশনের ফেসবুক পেজে প্রচারিত এক বার্তায় ‘বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের উদ্দেশ্যে বলছি’ শীর্ষক এক বার্তায় হাই কমিশন বলে, ঢাকা থেকে লন্ডন ও ম্যানচ্যাস্টারের বিমান ফ্লাইট এখনো সচল আছে। আমরা আপনাকে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার উপদেশ দিচ্ছি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপ ডেস্ক দেখভালের দায়িত্বপাপ্ত এক কর্মকর্তা বলেন, আপাতত এটাই বৃটেনে বা ইউরোপে বিমানেন শেষ ফ্লাইট।
তাই এতে বৃটিশ তথা ইউরোপের নাগরিকদের ফিরে যাওয়ার সূযোগ গ্রহণ করা খুবই স্বাভাবিক। তবে ইউরোপের নাগরিকরা চাইলে চার্টার্ড ফ্লাইটেও যেতে পারেন, ঢাকা সেই সূযোগ ওপেন রাখছে।