মালয়েশিয়ায় বাংলাদেশিসহ তিন শতাধিক অভিবাসী আটক

maloyshia20160402092334পুলিশী অভিযানে বাংলাদেশিসহ তিন শতাধিক অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ। শুক্রবার দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত কুয়ালালামপুরের একটি ইলেক্ট্রনিকস মলে এই অভিযান চালানো হয়।

পুলিশী অভিযানে আটক কয়েকজন বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। তারা হলেন লক্ষ্মীপুরের রাজীব, কক্সবাজারের জাহিদ হাসান, ময়মনসিংহের আবদুল আউয়াল ও চট্টগ্রামের রানা।

খোঁজ নিয়ে জানা যায়, মালয়েশিয়ার বুকিত বিন্তাংএর ইলেকট্রনিকস মল লয়েট প্লাজাসহ সুঙ্গাই ওয়ান, টাইমস স্কয়ার এলাকায় অবৈধ অভিবাসীদের আটক করতে বড় ধরনের অভিযান চালায় পুলিশ। অভিযানে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, শ্রীলংকা, ভিয়েতনাম , ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের নাগরিকদের আটক করা হয়। আটক অভিবাসীদের মধ্যে অনেক নারীও রয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.