করোনায় ২৪ ঘণ্টায় ফ্রান্সে ১৪১৭ জনের মৃত্যু

করোনায় ফ্রান্সে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মৃত ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৪১৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩২৮ জনে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫৯ জন। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯ হাজার ৬৯ জন।

গেল বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহুরে প্রথম করোনাভাইরাস ধরা পড়ে। এরপর থেকেই তা ব্যাপকভাবে সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে ভয়াবহ আকার ধারণ করেছে করোনাভাইরাস। এখন পর্যন্ত ইউরোপের দেশ ইতালিতে সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। আর স্পেন ও ফ্রান্সেও বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

করোনা বিশ্বের দু’শ ৯টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্বের এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩৫ হাজার ৯২। বিশ্বের ৮২ হাজার একশ ৯১ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। অপরদিকে, করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছে ৩ লাখ ২ হাজার নয়শ ৮৯ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.