করোনায় আক্রান্ত হয়ে স্পেনে মৃত্যু ১৫ হাজার ছাড়ালো

করোনা ভাইরাসের থাবায় কাঁপছে বিশ্ব। করোনায় আক্রান্ত হয়ে দিনে দিনে বাড়ছে মৃত্যুর মিছিল। ভাইরাসটিতে প্রাণহানি হওয়া দেশগুলোর মধ্যে অন্যতম স্পেন। করোনা ভাইরাসের ভয়াল থাবায় দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় স্পেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৬৮৩ জন। গত দুই দিন ধরে বড় আকারের মৃত্যুর সংখ্যার পরে কিছুটা কমেছে এদিন। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশটিতে ১৫ হাজার ২৩৮ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

খবরে আরও বলা হয়, স্পেনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। বুধবার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে দেশটির ১ লাখ ৫২ হাজার ৪৪৬ জন মানুষ। যা একদিন আগেও ছিল ১ লাখ ৪৬ হাজার ৬৯০ জনে

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.