১১ বছর পর কলকাতায় আসছে ব্রিটিশ এয়ারওয়েজ!

কলকাতা ১১ বছর আগে শেষবার কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোল ‘রজার’ বলেছিল। কলকাতার আকাশ ছাড়িয়ে উড়ে গিয়েছিল ব্রিটিশ এয়ারওয়েজ। ব্যাস, তারপর অনেক বৈঠক, চিঠি-চাপাটি, আলোচনা। কলকাতায় ফেরত আসেনি রাজকীয় ব্রিটিশ এয়ারওয়েজ । করোনা’র বিরুদ্ধে গোটা বিশ্ব যখন আবার একসঙ্গে লড়াই করছে তখন কলকাতা বিমানবন্দরের রানওয়ে ছোঁবে ব্রিটিশ এয়ারওয়েজ।
আগামী ১৯ এপ্রিল কলকাতায় এসে পৌঁছনোর কথা ব্রিটিশ এয়ারওয়েজের। তবে ফের নিয়মিত বিমান চালানোর জন্য নয়। ভারতের বিভিন্ন প্রান্তে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের নিয়ে যেতেই আসছে ব্রিটিশ এয়ারওয়েজের বিশেষ বিমান। সেই কাজেই আগামী ১৯ তারিখ রবিবার কলকাতায় আসছে ব্রিটিশ এয়ারওয়েজ। ভারতে কয়েক হাজার ব্রিটিশ নাগরিক আটকে রয়েছেন। গোয়া, মুম্বই, দিল্লি থেকে ইতিমধ্যেই ৭টি উড়ানে বেশ কয়েক হাজার ব্রিটিশ নাগরিককে তাদের দেশে নিয়ে যাওয়া হয়েছে। এখনও কয়েক হাজার ব্রিটিশ নাগরিক আটকে আছেন ভারতের বিভিন্ন মেট্রো শহরগুলিতে। এবার তাদের নিয়ে যেতে ১২টি বিশেষ ফ্লাইট চালাবে ব্রিটিশ এয়ারওয়েজ।প্রায় ৩ হাজার জনকে এবার তারা ফিরিয়ে নিয়ে যাবে দেশে।