করোনা সংকটে নিজেদের ১০ শতাংশ কর্মী ছাঁটাই করতে পারে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং।ওয়ালস্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, অন্তত দেড় লাখ দক্ষ জনবল ছাঁটাই করতে পারে বোয়িং। অনেক কর্মীকে স্বেচ্ছায় অবসরে যাওয়ার প্রস্তাবও দেয়া হবে। মহামারীতে বিমান চলাচল বন্ধ হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বোয়িং।
সেইসাথে আছে সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলরে বিমান চলাচলে নিষেধাজ্ঞা। কর্মী ছাঁটাইয়ের পর বিমান চলাচলে প্রতিষ্ঠানটিকে বেগ পেতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বোয়িং।