করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিক ও তাদের পরিবারের তৃতীয় দলটি আজ সোমবার ঢাকা ছেড়ে যাবে।
গতকাল ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসের ফেসবুক পেজে এক বার্তায় এই তথ্য জানিয়েছে।বার্তায় মার্কিন দূতাবাস জানায়, ১৩ এপ্রিল ঢাকা থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইট ওয়াশিংটন ডিসিতে অবতরণ করবে তার রেজিস্ট্রেশন শেষ হয়েছে। দূতাবাস থেকে যারা মেইলে সিটের পাওয়ার বিষয়ে নিশ্চিত বার্তা পাবেন না তারা অযথা বিমানবন্দরে আসবেন না।
এর আগে গত ৯ এপ্রিল যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাস মার্কিন নাগরিকদের তৃতীয় দলটির ঢাকা ছাড়ার তথ্য নিশ্চিত করেছিল।
গত ৫ এপ্রিল বিকালে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে যুক্তরাষ্ট্রের ৩২২ জন নাগরিক ঢাকা ছাড়েন। এটি মার্কিনিদের ঢাকা ছেড়ে যাওয়ার দ্বিতীয় ফ্লাইট ছিল।
এর আগে সর্বপ্রথম গত ৩০ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে যুক্তরাষ্ট্রের ২৬৯ নাগরিক ঢাকা ছেড়ে যান।