অর্থনীতি বাঁচাতে স্পেনে, কাজে ফিরল মানুষ

স্পেন করোনা ভাইরাসে মারাত্মক ক্ষতিগ্রস্ত দেশগুলির মধ্যে একটি। এখানে শুধু প্রাণহানি নয়, অর্থনীতিও হয়েছে ক্ষতিগ্রস্ত। সেই অর্থনীতি বাঁচাতে লকডাউন ব্যবস্থাকে শিথিল করেছে স্পেন।

সোমবার থেকে দেশটির বেশকিছু খাতের কর্মীদের কাজে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। এতে লাখ লাখ মানুষ স্বাস্থ্যবিধি মেনে কর্মস্থলে ফিরতে শুরু করেছে।

সকালের দিকে যখন মানুষ কর্মস্থলে যাচ্ছিল, তখন দেশটির প্রধান প্রধান সড়ক গুলোতে মাস্ক বিতরণ করা হয়।

বিবিসির খবরে বলা হয়, নির্মাণ ও উৎপাদন সহ বেশ কিছু সেবার লোকদের কাজে ফিরতে দেওয়া হচ্ছে। তবে তাদের অবশ্যই কঠোর স্বাস্থ্য বিধি গুলো মেনে চলতে হবে।

নির্দিষ্ট কিছু খাতের মানুষকে কাজে ফেরার অনুমতি দেওয়া হলেও দেশটির অধিকাংশ মানুষকে এখনও ঘরেই থাকতে বলা হয়েছে।

তবে ২৬ এপ্রিল পর্যন্ত দোকানপাট, পানশালা ও গণজমায়েত হয়, সে ধরনের সব জায়গা বন্ধ থাকবে।

এদিকে স্পেনে বেশ কিছুদিন ধরে করোনায় মৃত্যুহার কিছুটা কমতে শুরু করেছে। নতুন করে শনাক্তের সংখ্যাও কমেছে।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা সামান্য কমেছে। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশটিতে ১৭ হাজার ৫০০ মানুষ মারা গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.