রাজধানীর গুলশানে প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান শফিউল আজিম মহসিনের বাসায় অভিযান চালিয়ে একটি বিলাসবহুল পোর্শা মডেলের জিপ আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান বলেন, “বুধবার দুপুরে গুলশান-১ এর ওই বাসায় অভিযান চালিয়ে জিপটি জব্দ করা হয়।”
এর আগে সোমবার রাজধানীর গুলশান থেকে একটি বিএমডব্লিউ গাড়ি জব্দ করে শুল্ক গোয়েন্দারা, যেটির দাম তিন কোটি টাকা।
গতবছরও গুলশান এলাকা থেকে একটি বিএমউব্লিউ এবং ধানমন্ডি থেকে একটি মার্সিডিজ বেঞ্জ জব্দ করা হয়েছিল।
‘কার্নেট ডি প্যাসেজ’ সুবিধার অপব্যবহার করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এভাবে শতাধিক বিলাসবহুল গাড়ি চলছে বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা।
আন্তর্জাতিক একটি সনদ অনুযায়ী যে সুবিধায় পর্যটকরা একটি দেশ থেকে অন্য দেশে শুল্ক না দিয়েই গাড়ি নিয়ে ঢুকতে পারেন, তাকেই ‘কার্নেট ডি প্যাসেজ’ বলা হয়।
বুধবারের অভিযানে অংশ নেওয়া শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক এস এম শামীমুর রহমান বলেন, “গাড়িটির বাংলাদেশের কোন রেজিস্ট্রেশন নেই, সেটির কাগজপত্র লন্ডনের। মালিক দেশের বাইরে থাকায় গাড়িটি গোয়েন্দারা নিজেদের হেফাজতে রেখেছে।”
অবশ্য গাড়ির মালিকের পরিবার দাবি করছে, ওই গাড়ির সব কাগজপত্র তাদের রয়েছে; যদিও তারা কোনো কাগজ দেখাতে পারেনি।
কার্নেট ডি প্যাসেজ সুবিধা নিয়ে গাড়িটি বাংলাদেশে ব্যবহার হচ্ছে বলেই ধারণা এস এম শামীমুর রহমানের।