বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ কার্গো বিমান করোনাভাইরাসের কারণে আটকে পড়া মালদ্বীপের ৭১ নাগরিককে নিজ দেশে পৌঁছে দিতে ঢাকা ছেড়েছে ।
সোমবার (২০ এপ্রিল) সকালে পৌণে ৮টায় কুর্মিটোলায় বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটি থেকে মালদ্বীপ সরকারের অনুরোধে তাদের ৭১ জন নাগরিকসহ সি ওয়ানথার্টি জে মডেলের কার্গো বিমানটি রওয়ানা হয়।
একই বিমানে মালদ্বীপে করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশিদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়ার জন্য ১০ সদস্যের একটি চিকিৎসক দলও রয়েছেন।
বিমান বাহিনীর সহকারী প্রধান জানান, দেশটিতে আটকে পড়া ৭০ জন বাংলাদেশিকেও ফিরিয়ে আনবে বিমান বাহিনী।