যাত্রী নেই, তবুও চলছে অভ্যন্তরীন রুটের ফ্লাইট

যাত্রী নেই। তবে বিমান আছে।চলছে অভ্যন্তরীন রুটের ফ্লাইট। লকডাউনে আটকে থাকা ভারতবাসীর কাছে ওষুধ পৌঁছে দেওয়া এবং কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজনীয় রসদ পৌঁছে দেওয়ার কাজ করছে এয়ার ইন্ডিয়া, অ্যালায়েন্স এয়ার,ভারতের বায়ু সেনা- সহ বিভিন্ন সংস্থার কার্গো বিমান। দিনরাত দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। জীবনদায়ী ওষুধ বহণ করছে বলে এই পরিষেবার নামও দেওয়া হয়েছে ‘লাইফলাইন উড়ান’ ।

কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রনালয়ের খবর, গত তিন সপ্তাহে প্রায় ২৭৪টি এ রকম ফ্লাইট সারা ভারতে ৪৫০ টনেরও বেশি ওষুধ পৌঁছে দেওয়ার কাজ করেছে। যাতায়াত করেছে দু’লক্ষ ৭৩ হাজার কিলোমিটারেরও বেশি পথ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.