যাত্রী নেই। তবে বিমান আছে।চলছে অভ্যন্তরীন রুটের ফ্লাইট। লকডাউনে আটকে থাকা ভারতবাসীর কাছে ওষুধ পৌঁছে দেওয়া এবং কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজনীয় রসদ পৌঁছে দেওয়ার কাজ করছে এয়ার ইন্ডিয়া, অ্যালায়েন্স এয়ার,ভারতের বায়ু সেনা- সহ বিভিন্ন সংস্থার কার্গো বিমান। দিনরাত দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। জীবনদায়ী ওষুধ বহণ করছে বলে এই পরিষেবার নামও দেওয়া হয়েছে ‘লাইফলাইন উড়ান’ ।
কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রনালয়ের খবর, গত তিন সপ্তাহে প্রায় ২৭৪টি এ রকম ফ্লাইট সারা ভারতে ৪৫০ টনেরও বেশি ওষুধ পৌঁছে দেওয়ার কাজ করেছে। যাতায়াত করেছে দু’লক্ষ ৭৩ হাজার কিলোমিটারেরও বেশি পথ।