কুয়েতে অবৈধ অভিবাসীদের জন্য দ্বিতীয় পর্যায়ে সাধারণ ক্ষমা ঘোষণা

কুয়েতে ভিসা ব্যবসায়ী ও আইন লঙ্ঘনকারীদের দেশ থেকে ফেরত পাঠানোর প্রতিশ্রুতির ‘তিন-পর্বের’ পরিকল্পনা বাস্তবায়নে কুয়েতের উপ-প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিষয়ক প্রতিমন্ত্রী আনাস আল-সালেহ আবারও সাধারণ ক্ষমার সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে।

আল সেয়াসার সূত্রে আরব টাইমসের রিপোর্টে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী ও কুয়েতি মন্ত্রিপরিষদ বিষয়ক প্রতিমন্ত্রী আনাস আল-সালেহ বলেছেন, গতবার সাধারণ ক্ষমার সময় কুয়েত ছেড়ে চলে গেছে ২৬ হাজার ৪০০ জন।

একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে দৈনিকটি বলছে, মন্ত্রিপরিষদ কর্তৃক ঘোষিত অনুযায়ী সম্পূর্ণ স্বাভাবিক জীবন অবস্থায় ফিরে আসার দ্বিতীয় পর্যায় শুরু হবে এবং এর মধ্যে রয়েছে আবাসিক লঙ্ঘনকারীদের স্বেচ্ছায় আত্মসমর্পণ এবং দেশ ত্যাগের জন্য নতুন এক মাসের সময়সীমা প্রদান করা হবে।

কুয়েতের নিরাপত্তা সূত্র উল্লেখ করেছে যে, এখনো ৯০ হাজারেরও বেশি আবাস আইন লঙ্ঘনকারী রয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশা করছেন যে, অবৈধ প্রবাসীরা দেশ ছাড়ার জন্য দ্বিতীয় সাধারণ ক্ষমা দিলে কুয়েতের পরিবেশ উন্নত হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.