মেহেরপুর সীমান্তে নারী-শিশুসহ ১৯ জনকে পুশইন বিএসএফের

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত নারী শিশুসহ ১৯ জনকে বাংলাদেশে অভ্যন্তরে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা আসা এসব নারী, পুরুষ ও শিশুদের নেয়া হয়েছে মুজিবনগর থানা পুলিশের হেফাজতে।

 

আজ রোববার (২৫ মে) ভোরে সীমান্তের কাটাতারের গেট খুলে তাদেরকে জোরপূর্বক বাংলাদেশের দিকে ঠেলে দেয়া হয়। আটক হওয়াদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী এবং ৯ জন শিশু রয়েছে।

ভারত থেকে আসা কয়েকজন দাবি করেছেন, তারা সকলেই বাংলাদেশি। অবৈধভাবে তারা বিভিন্ন সময়ে ভারতে যায়। কিছুদিন আগে ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে বিএসএফ এর কাছে হস্তান্তর করে। পরে আজ ভোরে বিএসএফ তাদেরকে নিয়ে আসে মুজিবনগরে সোনাপুর সীমান্তে। সেখানে কাটাতারের বেড়ার গেট খুলে জোরপূর্বক বাংলাদেশে আসতে বাধ্য করে।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ১৯ জনই বাংলাদেশি বলে দাবি করেছেন। তবে তাদের কাছে জাতীয় পরিচয়পত্র না থাকায় বাংলাদেশি কি না তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।

তিনি আরও জানান, আটককৃতরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দা বলে পুলিশের কাছে দাবি করেছেন। তাদের দেয়া পরিচয় যাচাই করার পর তাদের বিষয়ে আইনানুগ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.