শেষ হলো পর্যটন মেলা

Travel-Mart-me20160411154300নানা আয়োজনে শেষ হলো ‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৬।’ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে গত শুক্রবার শুরু হয় আন্তর্জাতিক এই পর্যটন মেলা। চার দিনের এই মেলায় ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন আয়োজকরা।

মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান ও দ্য বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম জানান, মেলায় দর্শনাথীদের প্রবেশ ছিল চোখে পড়ার মতো।

ভ্রমণ বিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর ১৩তম বারের মতো এ মেলার আয়োজন সম্পন্ন করেছে।

মেলার টাইটেল স্পন্সর হিসেবে ছিল বেসরকারি বিমান সংস্থা ‘নভোএয়ার’। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মেলায় সহযোগী হিসেবে ছিল।

মেলার সমাপ্তি বিষয়ে কাজী ওয়াহিদুল আলম বলেন, দেশের সম্ভাবনাময় পর্যটন খাত বিকাশে সহায়তার লক্ষ্য নিয়ে ১৩ বছর আগে আমরা ঢাকা ট্রাভেল মার্ট আয়োজনের উদ্যোগ গ্রহণ করি। বিগত বছরগুলোতে পর্যটন ক্ষেত্রে বিশেষ করে অভ্যন্তরীণ পর্যটনে ব্যাপক উন্নয়ন হয়েছে। যাতে আমরা কিছুটা হলেও অবদান রাখতে পেরেছি বলে মনে করি।

মেলা প্রসঙ্গে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান জাগো নিউজকে বলেন, মেলায় কী পরিমাণ বিক্রি হয়েছে, না হয়েছে এটি বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে ভ্রমণপ্রিয়দের মেলায় ভেড়ানো গেছে কি না। মেলায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে বিশেষ ছাড় ও আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছে দেশের এয়ারলাইন্সগুলো।

এবারের মেলায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৫০টির বেশি সংস্থা অংশ নিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.