‘এ মিশা, কেমন মিশা, ছুরি হাতে রক্ত খুঁজে’-মিশার এ ছবিটির সঙ্গে এ রকম গানের লাইনই বোধ হয় বেশি মানানসই। যাই হোক না কেন অভিনয় জীবনে এরকম অসংখ্যবার ছুরি হাতে অভিনয় করেছেন মিশা সওদাগর। তবে সম্প্রতি আবারো একটি ছবির শুটিংয়ে এমন লুকে হাজির হবেন এই পর্দা কাঁপানো খলনায়ক। জানা যায়, শুটার ছবিতে এমন চরিত্রে দেখা যাবে মিশাকে। এ ছবির মূল নায়ক হিসেবে আছেন শাকিব খান। শাকিবের বিপরীতে অভিনয় করছেন অপু বিশ্বাস। এ ছাড়া সম্রাট, কমলসহ আরও অনেকে ছবিটিতে অভিনয় করেছেন।