‘অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে’ এ শ্লোগান নিয়ে বছর ঘুরে আবারও এসেছে পয়লা বৈশাখ। ১৪২২ বঙ্গাব্দকে বিদায় জানিয়ে সবাই বরণ করে নিচ্ছেন বাংলা নতুন বছর ১৪২৩ সালকে।
বাংলা নতুন বছরকে ঘিরে বাংলাদেশের বাঙালিরা প্রতিবারের মতো এবারও আয়োজন করেছেন নানা অনুষ্ঠান। উৎসব মুখর পরিবেশে আজ বাংলাদেশের মানুষ স্বাগত জানাচ্ছেন নতুন বছরকে।
বাংলা নতুন বছরের উৎসবের আমেজ আমাদের দেশের মতো ওপার বাংলাতেও রয়েছে। সাধারণ মানুষের মতো ওপার বাংলার তারকারাও দিনটিতে আনন্দে মেতে ওঠেন । শত ব্যস্ততার মাঝেও নববর্ষ যেন আলাদা স্বাদ বয়ে নিয়ে আসে তাদের মনে। বাঙালি অভিনেতা অভিনেত্রীরাও তাই নববর্ষের দিনটা একটু আলাদাভাবেই কাটাতে চান ।
নতুন বছরের শুরুতে তাই সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের অভিনেতা, অভিনেত্রীরা । মাইক্রোব্লগিং সাইট টুইটারে টুইট করে ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তারকারা।
বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকলেও নবর্বর্ষের দিন সকালে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। এক টুইটে তিনি লিখেছেন, ‘আবার আসিব ফিরে, ধানসিড়িটির তীরে এই বাংলায়। শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থেকো। শান্তিতে থেকো।’
বর্তমানে বাংলাদেশের ভয়ংকর সুন্দর সিনেমায় কাজ করছেন ওপার বাংলার অভিনেতা পরমব্রত। শুভেচ্ছা জানিয়েছেন তিনিও। দুই বাংলার সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘দুই বাংলার সব মানুষকে জানায় শুভ নববর্ষ।
বাংলাদেশের বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী পাওলি দাম। তিনিও জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা। পাশাপাশি আসামীয় নতুন বছর বিহু এবং তামিল নতুন বছর বিশুরও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘শুভ নববর্ষ, সবাইকে রাঙ্গোলি বিহু এবং বিশুর শুভেচ্ছা।’
টালিগঞ্জের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত লিখেছেন, ‘নতুন বছরের অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪২৩’
নববর্ষে শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম জানিয়েছেন অভিনেত্রী পার্ন মিত্র। তিনি লিখেছেন, ‘নববর্ষ হোক শুভময়! শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম জানাই। শুভ নববর্ষ।’