কানের প্রতিযোগিতা বিভাগে ২০ ছবি

AFFICHE-PORTRAIT-2016-ART20160415102953বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা বিভাগে কোন ছবিগুলো জায়গা পাচ্ছে, তা নিয়ে কৌতূহলের অন্ত ছিলো না। সব জল্পনার অবসান হলো বৃহস্পতিবার (১৪ এপ্রিল) প্যারিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে। এখানে নির্বাচিত ২০টি ছবির নাম ঘোষণা করেন উৎসব পরিচালক থিয়েরি ফ্রমো ও পিয়ের লেসকিউ।

আয়োজকদের পক্ষ থেকে ই-মেইলে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেলো প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়া ছবিগুলোর নাম, দেশ ও পরিচালক। তালিকায় স্বাগতিক দেশের চারটি, যুক্তরাষ্ট্রের তিনটি, যুক্তরাজ্য ও রোমানিয়ার দুটি করে এবং জার্মানি, স্পেন, বেলজিয়াম, কানাডা, ব্রাজিল, ফিলিপাইন, নেদারল্যান্ডস ও ডেনমার্কের একটি করে ছবি রয়েছে। এগুলোর মধ্য থেকেই একটি জিতবে উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম (পাম দ’র)।

বিখ্যাত নির্মাতাদের মধ্যে কেন লোচ, পেড্রো আলমোডোভার, শন পেন, জ্যঁ-পিয়ের দারদেন ও লুক দারদেন ভ্রাতৃদ্বয় লড়বেন স্বর্ণপামের জন্য। ৭৯ বছর বয়সী লোচ ২০০৬ সালে ‘দ্য উইন্ড দ্যাট শেকস দ্য বার্লি’র সুবাদে স্বর্ণপাম জেতেন। সর্বশেষ ২০১৪ সালে তার “জিমি’স হল” প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছিলো। দু’বার (১৯৯৯ ও ২০০৫) স্বর্ণপাম জয়ী বেলজিয়ামের দারদেন ভাইরা আবার স্থান পেয়েছেন প্রতিযোগিতা বিভাগে। তাদের নতুন ছবি ‘দ্য আননৌন গার্ল’।

শন পেন পরিচালিত পঞ্চম ছবি ‘দ্য লাস্ট ফেস’ লড়বে প্রতিযোগিতা বিভাগে। এতে অভিনয় করেছেন তার প্রাক্তন প্রেমিকা শার্লিজ থেরন। ২০টি ছবির মধ্যে আছে নারী নির্মাতা আন্ড্রিয়া আর্নল্ডের ‘আমেরিকান হানি’ (শায়া লাবাফ)। কানের ইতিহাসে এ নিয়ে তৃতীয়বারের মতো প্রতিযোগিতা বিভাগে স্থান পেলো নারী নির্মাতার ছবি। তবে দু’বার স্বর্ণপাম জয়ী সার্বিয়ার এমির কুস্তুরিকার ‘অন দ্য মিল্কি রোড’ স্থান না পাওয়ায় হতাশা ঝরেছে অনেকের কণ্ঠে।

এ ছাড়া জানানো হয়েছে এবার প্রতিযোগিতা বিভাগের বাইরে দেখানো হবে পাঁচটি ছবি। এর মধ্যে উডি অ্যালেনের ‘ক্যাফে সোসাইটি’র (ক্রিস্টেন স্টুয়ার্ট, জেসি আইজেনবার্গ) মধ্য দিয়ে পর্দা উঠবে উৎসবের। এ বিভাগের তিনটি ছবিই যুক্তরাষ্ট্রের। এগুলো হলো স্টিভেন স্পিলবার্গের “ডিজনি’স দ্য বিএফজি”, জোডি ফস্টারের ‘মানি মনস্টার’ (জর্জ ক্লুনি, জুলিয়া রবার্টস), শেন ব্ল্যাকের ‘দ্য নাইস গাইস’ (রাসেল ক্রো, রায়ান গসলিং)। বাকি ছবিটি দক্ষিণ কোরিয়ার না হং-জিনের ‘গোকসাঙ’। আনসার্টেন রিগার্ডে নির্বাচিত হয়েছে ১৭টি ছবি।

আগামী ১১ থেকে ২২ মে ফ্রান্সের কানে অনুষ্ঠিত ৬৯তম কান চলচ্চিত্র উৎসব। এ আয়োজনে বিচারকদের সভাপতি হিসেবে থাকছেন জর্জ মিলার। তার নেতৃত্বে বিচারক প্যানেল নির্বাচন করবে স্বর্ণপাম জয়ী ছবির নাম।

প্রতিযোগিতা বিভাগের ছবি
* পার্সোনাল শপার (ফ্রান্স, পরিচালক : অলিভিয়েঁ অ্যাসাইয়াস)
* মাল দ্য পিয়েরেস (ফ্রান্স, পরিচালক : নিকোল গার্সিয়া)
* রেস্টার ভার্টিক্যাল (ফ্রান্স, পরিচালক : আলা জিরাডি)
* স্ল্যাক বে (ফ্রান্স, পরিচালক : ব্রুনো ডুম)
* দ্য লাস্ট ফেস (যুক্তরাষ্ট্র, পরিচালক : শন পেন)
* লাভিং (যুক্তরাষ্ট্র, পরিচালক : জেফ নিকোলস)
* প্যাটারসন (যুক্তরাষ্ট্র, পরিচালক : জিম ইয়ারমুশ)
* আই, ড্যানিয়েল ব্লেক (যুক্তরাজ্য, পরিচালক : কেন লোচ)
* আমেরিকান হানি (যুক্তরাজ্য, পরিচালক : আন্ড্রিয়া আর্নল্ড)
* ব্যাকালরিয়েট (রোমানিয়া, পরিচালক : ক্রিস্টিয়ান মুনজিউ)
* সিয়েরা নেভাদা (রোমানিয়া, পরিচালক : ক্রিস্টি পুইউ)
* দ্য আননৌন গার্ল (বেলজিয়াম, পরিচালক : জ্যঁ-পিয়ের দারদেন, লুক দারদেন)
* ইট’স অনলি দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড (কানাডা, পরিচালক : হাভিয়ার দোলান)
* দ্য নিয়ন ডেমন (ডেনমার্ক, পরিচালক : নিকোলাস উইন্ডিং রেফন)
* জুলিয়েটা (স্পেন, পরিচালক : পেড্রো আলমোডোভার)
* অ্যাকুয়ারিয়াস (ব্রাজিল, পরিচালক : ক্লিবা মেনডোঙ্কা ফিলো)
* মা, রোসা (ফিলিপাইন, পরিচালক : ব্রিলিয়ান্তে মেনদোজা)
* দ্য হ্যান্ডমেইডেন (দক্ষিণ কোরিয়া, পরিচালক : পার্ক চ্যান-উ)
* এল (নেদারল্যান্ডস, পরিচালক : পল ভারহোভেন)
* এভরিওয়ান এলস (জার্মানি, পরিচালক : টনি এর্ডমান)

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.