‘গেইম অফ থ্রোন্স’ চেয়ে নিলেন ওবামা

gaim_omabaকে জানতো, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ‘গেইম অফ থ্রোনস’- একনিষ্ঠ ভক্ত! নির্মাতা ডেভিড বেনিওফ এবং ভি বি ওয়েইসের কাছে চেয়ে আসন্ন ষষ্ঠ সিজনের সবগুলো নতুন পর্বের কপি এর মধ্যেই হাতে পেয়েছেন তিনি। অর্থাৎ বিশ্বজুড়ে ‘গেইম অফ থ্রোন্স’-এর ভক্তকূলের বহু আগেই নতুন পর্বগুলো দেখা হয়ে যাবে তার।

নিউ ইয়র্ক পোস্ট বলছে, বেনিওফ এবং ওয়েইস হলিউডে সিরিজটির প্রিমিয়ারে নিশ্চিত করেন খবরটি।

খোদ মার্কিন প্রেসিডেন্ট এই ব্রিটিশ নির্মাতাদ্বয়ের কাছে সিরিজটি দেখতে চাওয়ায় তারা নিজেরাই হতবাক! পত্রিকাটিকে তারা জানান, “মার্কিন প্রেসিডেন্ট আমাদের কাছে আগাম কপি চেয়েছেন, এই ব্যাপারটি আমাদের দুজনের জন্যই ছিল বিস্ময়কর এক মুহূর্ত। এটা বেশ অদ্ভুতও বটে।”

ওবামার চাওয়া তারা মিটিয়েছেন কিনা, এমন প্রশ্নের জবাবে তারা বলেন, “হ্যা! তিনিই এই মুক্ত বিশ্বের কর্তা।”

ডেভিড বেনিওফ আরো বলেন, “যখন কমান্ডার-ইন-চিফ, আপনাকে বলবেন, ‘আমি আগেই পর্বগুলো দেখতে চাই’ আপনি কি করবেন?”

জনপ্রিয় ব্রিটিশ টিভি সিরিজ ‘গেইম অফ থ্রোনস’ এর নতুন সিজন এইচবিওতে প্রচারিত হবে ২৪ এপ্রিল থেকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.