২০২০-২১ অর্থবছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাজেট ৩৫১ কোটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেট ৩৪১ কোটি ১৫ লাখ ও ২০২০-২১ অর্থবছরের প্রাক্কলিত বাজেট
৩৫১ কোটি ৮৫ লাখ টাকা অনুমোদন করা হয়েছে। ফলে নতুন অর্থবছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাজেট বেড়েছে ১০ কোটি ৭০ লাখ টাকা।

শনিবার সকাল সাড়ে ১১ টায় চবির চারুকলা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ফাইন্যান্স কমিটি (এফসি) ও
সিন্ডিকেটের ৫৬ তম যৌথ সভায় এ বাজেট পেশ করা হয়।

চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) ও
এফসি সচিব মো. ফরিদুল আলম চৌধুরী বাজেট উপস্থাপন করেন।

অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, এবারের বাজেটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।
সরকারের গৃহীত কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে শিক্ষা-গবেষণার মান বাড়াতে চবি প্রশাসন কার্যকর উদ্যোগ হাতে নিয়েছে।
করোনা ভাইরাসের এ মহামারীতে শিক্ষা-গবেষণার ক্ষতি পুষিয়ে উঠতে চবি প্রশাসন ইতোমধ্যে অনলাইনে ক্লাস নেওয়ার ব্যাপারে
সংশ্লিষ্ট পর্ষদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। যা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি আমরা।

ড. শিরীণ আখতার বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে সঙ্গে নিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বিশ্ববিদ্যালয় পরিচালনা, শিক্ষা-গবেষণার মান বৃদ্ধি,
অবকাঠামোগত উন্নয়ন, সম্পদ সুরক্ষা ও এর যথাযথ ব্যবহার এবং উচ্চ শিক্ষা ও গবেষণার বিরাজমান পরিবেশ সমুন্নত রাখাসহ সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের
সার্বিক উন্নয়নে আমাদের কর্মপ্রচেষ্টা অব্যাহত থাকবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.