কাল থেকে ৫২টি গন্তেব্যে যাবে এমিরেটস এয়ারলাইন্স

প্রবাসীদের জন্য গরম খবর

জুলাই মাসে আরও ৪টি শহরে পুনরায় ফ্লাইট শুরুর ঘোষণা দিল এমিরেটস। শহরগুলো হলো কায়রো (১ জুলাই), তিউনিস (১ জুলাই), গ্লাসগো (১৫ জুলাই) এবং মালে (১৬ জুলাই)। এর ফলে এমিরেটস নেটওয়ার্ক ৫২ টি গন্তব্যে বিস্তৃত হবে।

emirates.com এর সাহায্যে বা ট্র্যাভেল এজেন্টদের মাধ্যমে এমিরেটস ফ্লাইটে টিকিট বুক করা যাবে। জনগনের চলাচলে বিধিনিষেধের কারনে এমিরেটসের বাংলাদেশ অফিস আপাতত বন্ধ থাকবে, তবে গ্রাহকদের সহায়তার জন্য এয়ারলাইনটির স্বতন্ত্র কল সেন্টার শনি থেকে বৃহস্পতিবার সকাল ৯.৩০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কাজ করবে। কল সেন্টারের নম্বরগুলো হলোঃ +৮৮ ০১৬১৪৫৫২ ৩১০-১৪, +৮৮ ০১৩১৩ ৪৫০ ২৫১-৫৩ ।

ইতোপূর্বে ৭ জুলাই থেকে ব্যবসা ও পর্যটন ভ্রমনের জন্য দুবাই উন্মুক্ত করার ঘোষণা প্রদান করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় অধিবাসী ও বিদেশী ভ্রমণকারীদের জন্য স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে দুব্ইা এবং দুবাই থেকে ভ্রমনের সুযোগ সৃষ্টি করা হয়েছে।

৭ জুলাইয়ের আগ পর্যন্ত বিদেশী যাত্রীরা শুধুমাত্র দুবাইয়ে ট্রানজিট নিয়ে বিভিন্ন গন্তব্যে ভ্রমনের সুযোগ পাবেন। তবে ইউএই নাগরিকরা দুবাই আসা যাওয়া করতে পারবেন। দুবাই ভ্রমণকারী বিদেশী নাগরিকদের দেশটিতে অবস্থানের পুরো সময়ের জন্য কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবীমা পলিসি থাকা বাধ্যতামুলক।

যাত্রী এবং স্টাফদের নিরাপত্তার জন্য এয়ারলাইনের পক্ষ থেকে ব্যাপক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যার মধ্যে রয়েছে যাত্রীদের সৌজন্যমূলকভাবে হাইজিন কিট প্রদান। এই কিটে রয়েছে মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার এবং এন্টিব্যাকটিরিয়াল ওয়াইপস।

যেহেতু বিভিন্ন গন্তব্যে ভ্রমনের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে তাই যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে ভ্রমণের জন্য নির্ধারিত বিভিন্ন শর্ত পুরন করে ফ্লাইটে আরোহণ করা যাবে ।www.emirates.com/wherewefly লিংকে এমিরেটস নেটওয়ার্ক এবং ভ্রমন সঙ্ক্রান্ত বিস্তারিত তথ্য সন্নিবেশিত রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.