আরো ১৮ নতুন গন্তব্যে ফ্লাইট পরিচালণা শুরু করছে কাতার এয়ারওয়েজ

নতুন রুটের মধ্যে বোস্টন, বার্লিন, এডিনবার্গ, বৈরুত, লস অ্যাঞ্জেলেস, ওয়াশিংটন ডিসি, টরন্টো, আঙ্কারা, ভেনিস অন্যতম

১ জুলাই থেকে ১৫ জুলাই এর মধ্যে  বিশ্বব্যাপী  আরো ১৮ টি নতুন গন্তব্য পুনরায় ফ্লাইট পরিচালণা শুরু করছে কাতার এয়ারওয়েজ। এর মধ্যে ১ জুলাই চালু হয়েছে ১১টি রুট। এছাড়া ৪ জুলাই হয়েছে ১টি। বাকী ৯ জুলাই, ১১ জুলাই ও ১৩ জুলাই একটি করে নতুন রুটে যাত্রা করবে এয়ারলাইন্সটি। এর পাশাপাশি ১৫ জুলাই চালু হবে ৩টি নতুন গন্তব্য।

বাংলাদেশের যাত্রীরা এসব গন্তব্যে যেতে চাইলে বাংলাদেশ থেকে  কাতার হয়ে ট্রানজিট যাত্রী হিসাবে সংশ্লিস্ট  ভ্রমন করতে পারবেন।

কাতার এয়ারওয়েজের এক বিবৃতিতে এই তথ্য জাননো হয়েছে।

জানাগেছে ইতিমধ্যে ১ জুলাই থেকে শুরু হয়েছে বালি ডেনপাসার (সপ্তাহের প্রতিদিন ১টি করে ফ্লাইট), বৈরুত (সাতটি সাপ্তাহিক ফ্লাইট), বেলগ্রেড (তিনটি ফ্লাইট সপ্তাহে)
বার্লিন (তিনটি সাপ্তাহিক ফ্লাইট)

বোস্টনে সপ্তাহে ৫টি ফ্লাইট (১ আগষ্ট থেকে সপ্তাহে ৭টি)

এডিনবার্গ (সপ্তাহে ৩টি)
লার্নাকা (সপ্তাহে ৩টি)
লস অ্যাঞ্জেলেস (সপ্তাহে ৩টি), ১৭জুলাই থেকে সপ্তাহে ৫টি এবং ১ আগস্ট থেকে সপ্তাহে ৬টি ফ্লাইট চলবে।

প্রাগ (সপ্তাহে ৩টি)
ওয়াশিংটন ডিসি (সপ্তাহে ৫টি, ১ আগস্ট থেকে সপ্তাহে ৭টি ফ্লাইট চলবে।

জাগ্রেব (সপ্তাহে ৩টি)

৪ জুলাই থেকে শুরু হয়েছে

টরন্টো (সপ্তাহে ৩টি)

৯ জুলাই থেকে শুরু হবে

আঙ্কারা (সপ্তাহে ৩টি)

১১ জুলাই থেকে শুরু হবে

জাঞ্জিবার (সপ্তাহে ৪টি)

১৩ জুলাই থেকে শুরু হবে

কিলিমঞ্জারো (সপ্তাহে ৩টি)

১৫ জুলাই থেকে শুরু হবে

বুখারেস্ট (সপ্তাহে ৪টি)
সোফিয়া (সপ্তাহে ৪টি)
ভেনিস (সপ্তাহে ৩টি)

কাতার এয়ারওয়েজ প্রবেশের নিষেধাজ্ঞার সাথে সামঞ্জস্য রেখে বাণিজ্যিক বিমানগুলি আবার চালু করতে বিশ্বব্যাপী সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করে চলেছে। বিমান সংস্থা আশাবাদী যে আরও বাণিজ্যিক ফ্লাইট নিষেধাজ্ঞাগুলি জুলাই মাস জুড়েই সহজ হয়ে যাবে, ক্যারিয়ারটি মাসের শেষের দিকে প্রায় প্রাক-কোভিড ১৯ নেটওয়ার্কের প্রায় দুই তৃতীয়াংশ পুনরায় চালু করার পরিকল্পনা করছে।

এয়ারলাইন আশা করে যে জুলাই মাসে তার ফ্লাইটের সংখ্যা প্রায়  প্রায় ৩,৫০০ হবে।   জুনে এই সংখ্যা ছিল ২,১০০ এর নিচে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.