আগামী ১৪ জুলাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবুধাবী রুটে বাণিজ্যিক সিডিউল ফ্লাইট শুরু করবে। সপ্তাহে ৩ দিন এই রুটে ফ্লাইট চলাচল করবে। আজ এই বিষয়ে বিমানের পক্ষ থেকে সিডিউল ঘোষনা করা হয়েছে।
সপ্তাহে মঙ্গলবার, বুধবার ও শুক্রবার এই তিনদিন ঢাকা-আবুধাবী-ঢাকা রুটে ফ্লাইট চলাচল করবে। বিমান তাদের বহরে থাকা অত্যাধুনিক উড়োজাহাজ দিয়ে এই রুটে যাত্রী পরিবহন করবে।
বিমানের উপ মহা ব্যবস্থাপক তাহেরা খন্দকার বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিটির বিস্তারিত বিমানের অফিসিয়াল ওয়েবসাইটেও আপলোড করা হয়েছে বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে এসব ফ্লাইটে ভ্রমনকারি ভিজিট ভিসাধারীদের কোভিট-১৯ নেগেটিভ সার্টিফিকেট অবশ্যই লাগবে।
উল্লেখ্য বিমান কতৃপক্ষ এর আগেও একবার আবুধাবী রুটে ফ্লাইট সিডিউল ঘোষনা করে পরে তা বাতিল করে দিযেছিল।