ঢাকায় বৃটিশ ভিসা আবেদন কেন্দ্র খুলবে রোববার, অনলাইন অ্যাপয়েনমেন্ট শুরু

তিন মাসের বেশি সময় ধরে বন্ধ বাংলাদেশে থাকা বৃটিশ ভিসা আবেদন কেন্দ্রগুলোর তালা আগামী রোববার খুলছে। ভারত, শ্রীলঙ্কাসসহ দক্ষিণ এশিয়ায় অনেক দেশে আগেই খুলেছে। বৃটিশ ভিসা প্রসেসিংয়ে সেবা প্রদানকারী (আউটসোর্সিং প্রতিষ্ঠান) ভিএফএস গ্লোবাল জানিয়েছে, রোববার থেকে ঢাকাসহ দেশের অন্যান্য কেন্দ্রগুলোর সেবা কার্যক্রম ফের চালু হবে।

করোনার সংক্রমণের প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার গৃহীত পদক্ষেপের কারণে যারা পূর্ব নির্ধারিত তারিখে ভিসা আবেদন জমা দেয়ার জন্য উপস্থিত হতে পারেননি তারা নতুন অ্যাপয়েন্টমেন্টের জন্য অনলাইনে লগইন করতে পারেন।

অতীতে ভিসা আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তবে ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নেননি তাদের  অ্যাপয়েন্টমেন্ট (অনলাইনে) প্রদানের প্রক্রিয়া এরইমধ্যে শুরু হয়েছে।

উল্লেখ্য, গত ২৫শে মার্চ থেকে বাংলাদেশে থাকা বৃটিশ ভিসা আবেদন কেন্দ্রগুলোতে তালা ঝুলছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.