‘ বিমানবন্দরে ডেডিকেটেড পিসিআর টেস্ট ল‍্যাব প্রয়োজন’

দেশের প্রতিটি বিমানবন্দরে ডেডিকেটেড পিসিআর টেস্ট ল‍্যাবের প্রয়োজন বলে মন্তব্য করেছেন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার।

শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক টাইমলাইনে তিনি এ মন্তব্য করেন।

ডা. আব্দুন নূর তুষার বলেন, সিভিল এভিয়েশনের উচিত টিকিটের সাথে ১ হাজার টাকা নিয়ে করোনা টেস্ট করাতে এয়ারলাইনস ও তার এজেন্টদের নির্দেশ দেয়া। এজন‍্য আলাদাভাবে বেশ কিছু ডেডিকেটেড পিসিআর টেস্ট ল‍্যাব করে দেয়া দরকার।

তিনি বলেন, বিমানবন্দরের ডেডিকেটেড পিসিআর টেস্ট ল‍্যাব থাকলে দুই ঘণ্টার মধ্যে করোনার রেজাল্ট পাওয়া সম্ভব হবে। নিজেরা দায়িত্ব নিলে এয়ারলাইন্সের কোনো ল্যাব অবশ্যই ফেইক বা ভুয়া রিপোর্ট দেবে না এটা নিশ্চিত।

প্রসঙ্গত, বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে করোনা নেগেটিভ সনদ নিয়ে ইতালি যাওয়া যাত্রীদের পরীক্ষার পর কিছু ব্যক্তির শরীরে করোনা ধরা পড়ে। এরপর ঢাকার সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় ইতালি। এর আগে জাপান, দক্ষিণ কোরিয়া এবং চীনও ঢাকার সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছিল একই কারণে।

ইতিমধ্যে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা র‍্যাব তদন্ত করে ঢাকার রিজেন্ট হাসপাতাল থেকে করোনাভাইরাস পরীক্ষার হাজার হাজার ভুয়া রিপোর্ট দেওয়ার প্রমাণ পেয়েছে। এমনকি নমুনা না নিয়ে কিংবা নমুনা নিয়ে ফেলে রেখে টাকার বিনিময়ে মনগড়া রিপোর্ট দেওয়ার প্রমাণ পেয়েছে র‍্যাব, যে খবর মূহূর্তেই ছড়িয়েছে সারা বিশ্বে।

পাশাপাশি ঢাকা থেকে নেগেটিভ সনদ দেখিয়ে বিমান যাত্রার পর বিদেশে গিয়ে যাত্রীর করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ার ঘটনায় আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত হয়েছে। ইতালিতে এমন যাত্রী পাওয়ার পর সেখানকার কর্তৃপক্ষ ও গণমাধ্যম এমন বাংলাদেশী যাত্রীদের নাম দিয়েছে ‘ভাইরাস বোমা’।

দ্রুত সমস্যা অর্থাৎ নমুনা পরীক্ষা গ্রহণযোগ্য পর্যায়ে নিতে না পারলে আরও অনেক দেশ বিশেষ করে পশ্চিমা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বাংলাদেশের।

বিশেষজ্ঞরা বলছেন, করোনার ভুয়া সার্টিফিকেট ইস্যুকে শক্ত হাতে ডিল করতে হবে বাংলাদেশকে। পুরোপুরি বিচ্ছিন্ন না হলেও করোনাভাইরাসকে ঘিরে যেসব অনিয়ম হচ্ছে তাতে চাপের মুখে পড়বে বাংলাদেশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.