মালয়েশিয়ায় আটকা পড়া বাংলাদেশীদের আনতে বাংলাদেশ বিমান একটি বিশেষ ফ্লাইট ১৮ জুলাই পরিচালনা করবে। আগ্রহী বাংলাদেশী যাত্রীদের বিমানের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে বলা হয়েছে। এই ফ্লাইটে টিকিটের মুল্য ধরা হযেছে সবকিছু সব ইকোনমি ক্লাস ২৮ হাজার টাকা। আর বিজনেস ক্লাস ৪৫ হাজার টাকা। ইকোনমি ক্লাসের যাত্রীরা ২৫ কেজি ও বিজনেস ক্লাসের যাত্রীরা ৩৫ কেজি মালামাল বহন করতে পারবেন।
এই ফ্লাইটে কোন অতিরিক্ত কার্গো নেয়া হবে না। টিকিট বিমানের কুয়ালালামপুর অফিস থেকে সংগ্রহ করতে হবে।
Biman Bangladesh Airlines is planning to operate evacuation flight from Kuala Lumpur to Dhaka tentatively on 18 July 2020. Interested Bangladeshi passengers holding valid travel document are requested to register with Biman.
Please also upload a copy of visa through the registration link.
Passenger will have to follow all health instructions of Malaysia Government and Bangladesh Government regarding COVID-19 pandemic situation. Flight Number/Date will be notified after schedule confirmation.
Ticket Cost:
28000 BDT Equivalent Per Passenger including taxes for economy class.
45000 BDT Equivalent Per Passenger including taxes for business class.
Free Baggage Allowance:
Economy 25 Kilo/ Business 35 Kilo . No excess baggage allowed .
Bangladesh High Commission, Kuala Lumpur will inform date of Covid test according to the flight schedule.
All concerned are requested not to conduct the test before. Fees of the Covid test will be directly payable to designated hospital as advised by the High Commission.
Ticket will be issued through Biman Office Kuala Lumpur only as per registered list.