আমেরিকান এয়ারলাইন্স চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাপক লোকসানে পড়েছে। এক বার্তায় তারা জানিয়েছে, দ্বিতীয় প্রান্তিকের হিসাব অনুযায়ী ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির লোকসান ২.১ বিলিয়ন ডলার। কিন্তু একই প্রান্তিকে ২০১৯ সালে এয়ারলাইন্সটির নিট লাভ ছিল ৬৬২ মিলিয়ন ডলার।
কর্তৃপক্ষ মনে করছে, ২০২২ সালের আগে কোম্পানি আগের অবস্থায় ফিরবে না।
কোম্পানির এক বিবৃতি জানাচ্ছে, করোনাভাইরাসের কারণে আমেরিকান এয়ারলাইন্স তাদের আন্তর্জাতিক ফ্লাইট ১০ ভাগ কমিয়ে দিয়েছে।
বিমান ভ্রমণের চাহিদা কমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। অবশ্যই মহামারিতে বিশ্বের অনেক কোম্পানিই লোকসানের মুখে রয়েছে।
এপ্রিলের শেষ পর্যন্ত যাত্রী চাহিদা উন্নতির দিকে থাকলেও বর্তমানে করোনায় তা তলানিতে ঠেকেছে। যদিও মে ও জুনেও রাজস্ব ঊর্ধ্বমুখী ছিল। কোভিড -১৯ বৃদ্ধি পাওয়ায় জুলাইয়ে চাহিদা হ্রাস পেতে শুরু করে।
ওই প্রান্তিকে এয়ারলাইন্সের রাজস্বের পরিমাণ ছিল ১.৬ বিলিয়ন ডলার। এর মধ্যে প্যাসেঞ্জার রাজস্ব ১.১ বিলিয়ন, কার্গো রাজস্ব ১.৩০ বিলিয়ন এবং অন্যান্য রাজস্ব ছিল ৩৮৪ মিলিয়ন ডলার। কোম্পানি পরিচালনা ব্যয় ছিল ৪.১ বিলিয়ন ডলার।
এর মধ্যে বড় অংশ ছিল স্টাফদের বেতন যার পরিমাণ ২.৫ বিলিয়ন। জ্বালানি ও জ্বালানি ট্যাক্স ২১৭ মিলিয়ন, আঞ্চলিক ব্যয় ৮০১ মিলিয়ন মার্কিন ডলার এবং রক্ষণাবেক্ষণ ব্যয় ছিল ২৮৭ মিলিয়ন।
সূত্র: সিম্পলফ্লাইং ডটকম