যুক্তরাষ্ট্রে অক্টোবরে বন্ধ হচ্ছে ১৫ শহরের ফ্লাইট

আগামী অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের ১৫টি শহরে ফাইট বন্ধ করছে আমেরিকান এয়ারলাইন্স। এসব শহরে করোনাভাইরাস পরিস্থিতি আগের চেয়ে বৃদ্ধির আশঙ্কা থাকায় এ ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিমান সংস্থা বলছে, অক্টোবরের সিডিউলে এ পরিবর্তন আনা হয়েছে। ৭ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ওই শহরগুলোতে ফ্লাইট বন্ধ থাকবে। তবে ফ্লাইটগুলো আবার ফিরবে কিনা তার নিশ্চয়তা দেয়নি সংস্থাটি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে সিএনএন জানায়, আমেরিকান এয়ারলাইন্সের নেটওয়ার্ক ও পরিকল্পনা মূল্যায়নের কাজ চলছে। এজন্য আগামী সপ্তাহের সিডিউলেও পরিবর্তন আসতে পারে। ওই ১৫টি শহর হল- ডিল রিও, টেক্সাস, ডুবিউক, আইওয়া, ফ্লোরেন্স, সাউথ ক্যারোলিনা, গ্রিনভিল, নর্থ ক্যারোলিনা, হানটিংটন, ওয়েস্ট ভার্জিনিয়া, জপলিন, মিসৌরি, কালামাজু, মিশিগান ও লেক চার্লস। প্রায় ৫ লাখ মানুষের ওপর ফ্লাইট বন্ধের প্রভাব পড়বে।

যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সগুলোতে এখনও ফ্লাইট সংখ্যা ক্রমাগত কমানো হচ্ছে। আমেরিকান এয়ারলাইন্স তাদের ২৫ হাজার কর্মীকে ছুটিতে থাকার অনুমতি দিয়েছে, যা শুরু হবে আগামী ১ অক্টোবর থেকে।

সূত্র: সিএনএন

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.