একদিকে বলিউড কিং শাহরুখ খান অন্যদিকে তারকা অভিনেতা সালমান খান, বক্স অফিসে এ দুজনের লড়াইয়ের জন্য অধির আগ্রহে অপেক্ষা করছিলেন সিনেমাপ্রেমীরা। শাহরুখের ‘রাইস’ এবং সালমানের ‘সুলতান’ বক্স অফিসে মুখোমুখি হবে এমনটাই শোনা যাচ্ছিল এতদিন। কিন্তু শেষ পর্যন্ত সংঘর্ষ এড়িয়ে গেলেন শাহরুখ খান।
এক যৌথ বিবৃতিতে আগামী বছরের ২৬ জানুয়ারি সিনেমাটির মুক্তির পরবর্তী তারিখ ঘোষণা করেছে সিনেমাটির প্রযোজনা সংস্থা। এটি প্রযোজনা করেছেন যথাক্রমে শাহরুখ খান, ফারহান আখতার এবং রিতেশ সিদ্ধওয়ানি।
‘রাইস’ বহুল প্রতীক্ষিত সিনেমা এবং এর মুক্তির তারিখ পেছানোর সিদ্ধান্ত ছিল খুব কঠিন জানিয়ে এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘এ ধরনের সিনেমার সঠিক প্রদর্শন হওয়া প্রয়োজন। এ জন্য আমরা মুক্তির তারিখ পিছিয়েছি।’