ঢাকায় বিশাল-শেখর-শ্রুতি, গাইবেন সন্ধ্যায়

Vishal-bg20160505130534ঢাকায় এসেছেন ভারতীয় সংগীতশিল্পী বিশাল দাদলানি, শেখর রাভজিয়ানি ও শ্রুতি পাঠক। বৃহস্পতিবার (৫ মে) বেলা ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন তারা। সন্ধ্যা সাতটায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির নবরাত্রি মিলনায়তনে একটি কনসার্টে অংশ নেবেন সংগীতের জনপ্রিয় এই শিল্পীরা।

বিশাল, শেখর ও শ্রুতির পরিবেশনার আগে গান শোনাবেন লুইপা ও হাসান মাহমুদ । ‘বিশাল অ্যান্ড শেখর লাইভ ইন ঢাকা ফিচারিং শ্রুতি পাঠক’ কনসার্টের আয়োজক টাইম স্কয়ার ও ইভেন্টস ৩৬০ ডিগ্রি।

বিশাল ও শেখর জুটি বলিউডের অসংখ্য ব্যবসাসফল ছবির গায়ক ও পরিচালক। তাদের অধিকাংশ গানই এ দেশের তরুণদের পছন্দের শীর্ষে। পাশাপাশি শ্রুতির গানের ভক্তের সংখ্যাও কম নয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.