একসঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন ‘দেশা-দ্য লিডার’ খ্যাত চিত্রনায়ক শিপন ও পিয়া বিপাশা। তবে বড়পর্দায় নয় ছোটপর্দায় জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন তারা।
‘ভালোবাসার শেষপ্রান্তে’ শিরোনামের এ নাটকটি পরিচালনা করছেন অভিজিৎ অভি। রোমান্টিক ঘরানার এ নাটকে পিয়া বিপাশা ছাড়াও শিপনের বিপরীতে আরো দেখা যাবে সামিয়া অথৈকে।
প্রথমবারের মতো নাটকে অভিনয় করছেন শিপন। তবে নিয়মিত নাটকে অভিনয় করার ইচ্ছে নেই বলে জানান তিনি। কিন্তু ভালো গল্প ও চরিত্র পেলে নাটক কিংবা টেলিফিল্মে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন এই চিত্রনায়ক।
সম্প্রতি রাজধানীর প্রিয়াংকা শুটিং হাউসে নাটকটির শুটিং শুরু হয়েছে। ঈদুল ফিতরে নাটকটি বেসরকারি একটি টেলিভিশনে প্রচারিত হবে বলে জানা গেছে।
‘দেশা দ্য লিডার’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে শিপনের। বর্তমানে শিপন ব্যস্ত সময় পার করছেন ‘জান রে’ চলচ্চিত্রের শুটিং নিয়ে। রমজানে শুরু করবেন ‘চল পালাই’ চলচ্চিত্রের শুটিং।