আন্তজাতিক ডেস্ক : মালয়েশিয়ায় পুলিশের উপ-প্রধানের সঙ্গে বৈঠকে বংলাদেশি কর্মীদের কর্মস্থলে আসা-যাওয়ার সময় হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মুহা. শহীদুল ইসলাম।
মঙ্গলবার রয়েল মালয়েশিয়ান পুলিশের প্রধান কার্যালয়ে পুলিশ এর উপ প্রধান দাতো শ্রী আচ্রিল সানি বিন হাজী আবদুল্লাহ সানির সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দু’দেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয় বিশেষ করে করোনা পরিস্থিতির কারণে ছুটিতে দেশে থাকা বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় ফিরে আসা এবং অবৈধদের বৈধতা প্রদানের বিষয়ে আলোচনা হয়।
জোবায়ের অভি