স্বাস্থ্যবিধি মানাসহ নানাশর্তে দ্বিগুণ হচ্ছে ওমরাহ খরচ

এভিয়েশন নিউজ ডেস্ক :

ওমরাহ কার্যক্রমে স্বাস্থ্যবিধি মানাসহ কঠোর শর্ত আরোপের ফলে খরচ আগের তুলনায় দ্বিগুণ হতে যাচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, ওমরাহ যাত্রীদের জন্য বিমান ভাড়া নির্ধারণ, সৌদি আরবে স্বাস্থ্যবিধি অনুযায়ী হোটেল ভাড়া এবং ৩ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন ও খাবারসহ নানা কারণে খরচ বাড়বে। মাত্র ৩ ঘণ্টার মধ্যে একবার ওমরাহ পালন ও নামাজের সুযোগ পাবেন এবং তাদের কাছে বাধ্যতামূলকভাবে স্মার্টফোন রাখতে হবে।

করোনা মহামারীর কারণে ৮ মাস বন্ধ থাকার পর ১ নভেম্বর থেকে আবারও চালু হয়েছে ওমরাহ।

ইন্দোনেশিয়াসহ আরব বিশ্বের কয়েকটি দেশের নাগরিকরা এ সুযোগ পেলেও এখনও বাংলাদেশিদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশি নাগরিকদের ওমরাহর বিষয়ে সৌদি সরকারের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। শিগগিরই এ বিষয়ে ইতিবাচক ঘোষণা আসবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বুধবার ওমরাহ কার্যক্রম পরিচালনায় আগ্রহী বৈধ এজেন্সি মালিকদের ১৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে বলেছে সরকার।

বাংলাদেশি নাগরিকদের জন্য ওমরাহ চালুর বিষয়ে সৌদি সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মু. আ. হামিদ জমাদ্দার। তিনি বলেন, শিগগিরই এ বিষয়ে ইতিবাচক ঘোষণা আসবে। ওমরাহ চালু হলে খরচ অবশ্যই বাড়বে। তবে সবকিছুই নির্ভর করবে সৌদি সরকারের ওপর।

জানা গেছে, করোনা মহামারীর আগে বাংলাদেশের যে কোনো বয়সের মানুষ ওমরাহ পালন করতে যেতে পারতেন। ১৪ দিনের প্যাকেজে কমবেশি ৮০ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ ২০ হাজার টাকার মধ্যে ওমরাহ পালন করা যেত। একজন যাত্রী সৌদি আরবে গিয়ে একাধিকবার ওমরাহ করতেন।

তবে এখন আগের সেই সুযোগ আর থাকছে না। আগের মতো সব বয়সের মানুষ এখন ওমরাহ পালন করতে যেতে পারবেন না। বর্তমানে শুধু ২৫ থেকে ৫০ বছর বয়সীরাই ওমরাহ পালনে যেতে পারবেন।

একসঙ্গে ৫০ জনের গ্রুপ করে যেতে হবে। সৌদি আরবে গিয়েই তাদের ৩ দিন অর্থাৎ ৭২ ঘণ্টা কোয়ারেন্টিনে থাকতে হবে। নির্দিষ্ট অ্যাপসের মাধ্যমে তাদের গতিবিধি পর্যবেক্ষণ ও শারীরিক অবস্থা পর্যালোচনা করেই ওমরাহ পালনের অনুমতি দেয়া হবে। হোটেলের এক রুমে দু’জনের বেশি ওমরাহ যাত্রী রাখা যাবে না। ওমরাহ প্যাকেজের আওতায় খাবারের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম. শাহাদত হোসাইন তসলিম বলেন, বাংলাদেশের ওমরাহ যাত্রীদের বিষয়ে এখনও সৌদি সরকার কোনো সিদ্ধান্ত দেয়নি। তবে শিগগিরই এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আমরা আশা করছি। করোনার পরে ওমরাহ করার বিষয়ে কঠিন শর্ত আরোপ করতে যাচ্ছে সৌদি সরকার। সে কারণে খরচ আগের তুলনায় দ্বিগুণ হতে পারে। তবে সব কিছুই নির্ভর করছে বিমান ভাড়া ও সৌদি আরবে হোটেল ভাড়ার ওপর।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.