ইউরোপে অপ্রত্যাশিত ধীরগতিতে করোনা ভ্যাকসিন দেয়া হচ্ছে

ইউরোপের করোনা ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি নিয়ে সমালোচনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ভ্যাকসিন প্রয়োগ অপ্রত্যাশিত ধীরগতিতে দেয়া হচ্ছে উল্লেখ করে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, এই অঞ্চলে করোনাভাইরাস সংক্রমণের ঢেউ আশঙ্কাজনক।

বৃহস্পতিবার ডব্লিউএইচও’র ইউরোপ বিষয়ক পরিচালক হ্যান্স ক্লুগ এক বিবৃতিতে বলেন, ‘এই মহামারি থেকে বের হতে ভ্যাকসিন আমাদের সবচেয়ে বড় উপায়।
কিন্তু ভ্যাকসিন দেয়া হচ্ছে অপ্রত্যাশিত ধীরগতিতে। এর ফলে মহামারি দীর্ঘায়িত হচ্ছে।’

তিনি বলেন, ‘ভ্যাকসিন উৎপাদন বৃদ্ধি করে, প্রতিবন্ধকতাগুলো দূর করে এবং আমাদের স্টকে থাকা প্রত্যেকটি শিশি ব্যবহার করে এই প্রক্রিয়া (ভ্যাকসিন প্রয়োগ) অবশ্যই বেগবান করতে হবে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.