ব্রিটেনে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে রক্ত জমাট বাঁধায় যে ৩০ জন অসুস্থ হয়ে পড়েছিলেন, তাদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে।
দেশটির চিকিৎসা নিয়ন্ত্রক সংস্থা শনিবার এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
রক্ত জমাট বাঁধার অভিযোগে এর আগে ইউরোপের বেশ কিছু দেশ অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন স্থগিত করেছিল।
এখন ব্রিটেনেও ভ্যাকসিন নিয়ে একইরকম ঘটনা ঘটতে দেখা যাচ্ছে।
ব্রিটেনের ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে জানায়, ‘২৪ মার্চ পর্যন্ত যে ৩০ জনের প্রতিবেদন (রক্ত জমাট বাঁধার) এসেছিল, দুঃখজনকভাবে এদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে।’