অ্যাস্ট্রাজেনেকার টিকা তরুণদের জন্য স্থগিত করেছে পর্তুগাল

অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা টিকা ৬০ বছরের কম বয়সীদের জন্য স্থগিত করেছে পর্তুগাল।

৮ এপ্রিল পর্তুগালের কোভিড-১৯ ভ্যাকসিন টাস্কফোর্সের প্রধান ভাইস অ্যাডমিরাল হেনরিক গৌভেইয়া ই মেলো, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক গ্রাসা ফ্রেইতাস, ওষুধ ও স্বাস্থ্য পণ্য প্রশাসনের প্রেসিডেন্ট রুই সান্তোস ইভো যৌথ সাংবাদিক সম্মেলনে বিষয়টি উপস্থাপন করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক বলেছেন, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সম্পর্কে আরও সম্পূর্ণ তথ্য না পাওয়া পর্যন্ত আমরা ৬০ বছর বয়সের নিচের ব্যক্তিদের জন্য টিকাটি স্থগিত রাখছি।

আমরা ভ্যাকসিন কার্যক্রম এমনভাবে সাজিয়েছি যাতে সবাইকে ভ্যাকসিন প্রদান করা যায় এবং যারা ইতোমধ্যে এর প্রথম ডোজ নিয়েছেন, তাদের আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দিয়েছি। কেননা রক্ত জমাট বাঁধার এ দুর্ঘটনার সংখ্যা খুবই কমসংখ্যক।

ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি ইতোপূর্বে অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণে শরীরে রক্ত জমাট বাঁধার বিষয়টি ৭ এপ্রিল পরীক্ষা-নিরীক্ষা করার পর এর মধ্যে একটি যোগসূত্র খুঁজে পেয়েছেন। তাই পুরোপুরি নিশ্চিত হওয়া এবং জনগণের স্বাস্থ্য বিবেচনায় পর্তুগালসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ বয়সভেদে যেমন যুক্তরাজ্যে ৩০ বছর, ফ্রান্সে, বেলজিয়ামের ৫৫ বছর, জার্মানি, ইতালি এবং নেদারল্যান্ড ৬০ বছর, সুইডেন এবং ফিনল্যান্ডে ৬৫ বছরের নিচের বয়সীদের জন্য অ্যাস্ট্রাজেনেকার টিকা স্থগিত করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লুএইচও) বলেছে, বিশদভবে পরীক্ষা করে নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজন বিবেচনা করে এই উদ্যোগ “প্রশংসনীয়, তবে তা নিশ্চিত নয়”।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.